binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের উদ্যোগে ভর্তি সহায়তা প্রদান


বিনোদনের পদ্মফুল | তারেক মাহমুদ মে ১৭, ২০২৪, ০৪:৪৬ পিএম ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের উদ্যোগে ভর্তি সহায়তা প্রদান

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম  এর পক্ষ  থেকে লক্ষ্মীপুর থেকে আগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের  মাঝে  ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পানি ও কলম বিতরণ করা হয়য়েছে।
এসময় তারা লক্ষ্মীপুর থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের  মাঝে শিক্ষা সহায়তা হিসেবে কলম ও তাপ দাহ থেকে মুক্তি পেতে খাওয়ার পানি বিতরণ করে। এছাড়াও আগত শিক্ষার্থীদের মোবাইল ফোন, মানিব্যাগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষার সময়কালে সঞ্চিত রেখে শিক্ষার্থীদের সহায়তায় করেছেন।
এতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের সভাপতি আসহাব রাফি, সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল মার্শা এবং ৭ কলেজ সমূহের অত্র ফোরামের প্রতিনিধিগন এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
তাদের এই উদ্যোগ দেখে আগত অভিভাবকবৃন্দের ভিতর স্বস্তি দেখা দিয়েছে। তারা অত্র ছাত্র ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম যেন ছাত্রদের কল্যানে নিজেদের নিয়োজিত রাখতে পারে সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
জানতে চাইলে ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম বরাবরের মতোই একটি ছাত্র কল্যাণ মূলক ফোরাম। এটি ঢাকায় অবস্থিত লক্ষ্মীপুরের ছাত্রদের ভরসার একটি নাম। বিগত বছরগুলোতেও ছাত্রদের নানারকম সমস্যার সমাধান আমরা করে এসেছি। আবাসন, ভর্তি সহায়তা, শিক্ষাবৃত্তি সহ নানাবিধ কাজে আমরা শিক্ষার্থীদের পাশে আছি। ৭ কলেজ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভর্তি সহায়তায়ও আমরা সহযোগিতা করবো। তাদের আবাসন সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর