আমি আর কিচ্ছু চাই না, মূল আসামি মহিউদ্দিনকে ধরে এনে ফাঁসিতে ঝুলানো হোক। নইলে আমি মরেও শান্তি পাবো না-এসব বলে অঝোরে কাঁদছিলেন সিথিলের মা শিউলি বেগম। তার কান্না দেখে সিথিলের সহপাঠী, উপস্থিত এলাকাবাসী থেকে শুরু করে গণমাধ্যমকর্মীরাও চোখে পানি ধরে রাখতে পারেনি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ সরকার ফাহাদ ওরফে শিথিলের (১৫) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ও পরে একটি বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও শিথিলের সহপাঠী ও স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন বক্তারা।
এ বিষয়ে শিথিলের সহপাঠী দশম শ্রেণির শিক্ষার্থী এরফান বলেন, আজ শিথিল বেঁচে থাকলে আমার মতো দশম শ্রেণিতে পড়তো। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী মাসুদ ও জনি বলেন, সিথিল সরকার ফাহাদ হত্যার বিচারের দাবিতে আজ আমরা মানববন্ধন করেছি। শিথিলকে নির্মমভাবে হত্যায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, আমরা এ পর্যন্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছি। আজকেও নাসিমা নামক একজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তারের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :