binodonerpadmaful
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

বদলগাছিতে বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ


বিনোদনের পদ্মফুল | নওগাঁ প্রতিনিধি জানুয়ারি ৩, ২০২৫, ১২:৫৪ পিএম বদলগাছিতে বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। যারা টাকা দিতে পারেনি, তারা বই পায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।  
জানা যায়, বিদ্যালয়ের প্রাক্-প্রথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৩৮ জন শিক্ষার্থীর বেশিরভাগই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বছরের প্রথম দিনে সরকারি উদ্যোগে বিনামূল্যে বই বিতরণের জন্য সব বই সরবরাহ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী প্রতি ২০০ টাকা আদায়ের পর বই দিয়েছে বলে অভিযোগ উঠেছে।  
শিক্ষার্থী আয়েমা সিদ্দিকা, মেঘনা, শ্রীতি, শ্রী কৃষ্ণ, মফিজুল, নন্দ, অরণ্যসহ কয়েকজন জানায়, বই নিতে গেলে তাদের ২০০ টাকা দিতে বাধ্য করা হয়েছে। যারা টাকা দিতে পারেনি, তাদের বই দেওয়া হয়নি।  
এ বিষয়ে কয়েকজন অভিভাবক মাহফুজ, আবু তালেব, ও ফাতমা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করেছে। যারা টাকা দেয়নি, তাদের বই দেওয়া হয়নি। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।  
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. লিন্ডা রাখা বলেন, বইয়ের জন্য টাকা নেওয়া হয়নি, তবে বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের জন্য ২০০ টাকা নেওয়া হয়েছে। তিনি জানান, মা সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী এই টাকা আদায় করা হয়। তিনি আরও বলেন, এ পর্যন্ত ৩৬ জন শিক্ষার্থী টাকা দিয়েছে এবং অভিযোগ ওঠার পর টাকা নেওয়া বন্ধ করা হয়েছে।  
তবে উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম জানান, তিনি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে কিছু জানেন না এবং প্রধান শিক্ষককে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।  
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, সরকারি নীতিমালায় বিনামূল্যে বই বিতরণের নির্দেশনা রয়েছে। বই বিতরণের নামে টাকা নেওয়া সম্পূর্ণ অনৈতিক। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  
এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Side banner