binodonerpadmaful
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে এসএসসি ১৯৯২ ব্যাচের শীতকালীন মিলনমেলা


বিনোদনের পদ্মফুল | প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ডিসেম্বর ২৮, ২০২৪, ০৪:৫৭ পিএম ফুলবাড়ীতে এসএসসি ১৯৯২ ব্যাচের শীতকালীন মিলনমেলা

শীতের শিশির ভেজা শুভ্র সকালে নেচে গেয়ে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এসএসসি ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীদের শীতকালীন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় চত্বর থেকে বাদ্য বাজনা ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।
মিলনমেলায় অংশগ্রহণকারি প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পুরনো সহপাঠিদের কাছে পেয়ে অনেকেই আবেগপ্রবণসহ অশ্রুসিক্ত হয়ে পড়েন। মেতে ওঠেন নিজের শিক্ষা জীবন থেকে কর্মজীবন এবং পারিবারিক জীবনের গল্প গুজব নিয়ে।
আয়োজকদের মধ্যে মো. সোহেল বলেন, প্রায় দুই যুগ পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা পেয়ে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছি। খুব ভালো লাগছে দীর্ঘদিনের সহপাঠিদেরকে কাছে পেয়ে। শিক্ষা জীবন শেষে নিজ নিজ কর্মজীবন ও সাংসারিক জীবনে আবদ্ধ হওয়ায় অনেকের সঙ্গে অনেকেরই দেখা হয় না। এই অনুষ্ঠানের মধ্যেমে সকলেই একে অপরের দেখা ও কথা বলার সুযোগ হয়েছে। এটি আগামীতে ধারাবাহিকভাবে চলে আয়োজন করা যায় সেটি চেষ্টা করা হবে।
প্রাক্তন শিক্ষার্থী লিংকন ও আশিষ জানান, আমরা একদিনের জন্য হলেও সবাই একত্রিত হতে পেরেছি। আমাদের বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধন আরও মজবুত করতে এই আয়োজন। আগামীতেও এটি আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিদ্যালয় চত্বরে বন্ধুদের মধ্যে স্মৃতি চারণ, খেলাধুলা ও সঙ্গীত পরিবেশন করা হয়।
পরে এসএসসি ১৯৯২ ব্যাচের পক্ষ থেকে ফুলবাড়ী পৌরশহরের গুরুত্বপূর্ণ ৮টি স্থানে জনসাধারণের জন্য বিশুদ্ধ পানীয়জলের জন্য পানির ট্যাংকি স্থাপন পূর্বক উদ্বোধন করা হয়।

Side banner