binodonerpadmaful
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিজয় দিবসে রঙিন সাজে রাবি 


বিনোদনের পদ্মফুল | রাবি প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০২৪, ০৫:২১ পিএম বিজয় দিবসে রঙিন সাজে রাবি 

স্নিগ্ধ মৃদু শীতে সুন্দর একটি দিনের সমাপ্তি। সূর্য পূর্ব আকাশে হেলে পড়তেই নেমে এলো সন্ধ্যা। সঙ্গে সঙ্গেই আলোকসজ্জায় রঙিন হলো ক্যাম্পাস। বাহারি রঙের ছড়াছড়ি যেনো পুরো ক্যাম্পাসজুড়ে। ক্যাম্পাসে লাল, নীল, সবুজ, হলুদসহ বাহারি রঙের আলোর ছড়াছড়ি। ক্ষণে ক্ষণে মিটিমিটি জ্বলছে তারা। বিজয় দিবস উদযাপন উপলক্ষে এভাবেই সেজেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।
সোমবার (১৬ ডিসেম্বর) সারাদেশে পালিত হবে মহান বিজয় দিবস। নানা আয়োজনে শ্রদ্ধাভরে বীরসেনাদের স্মরণের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। আয়োজনের কমতি নেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। প্রতি বছর দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সরেজমিনে রবিবার রাতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন আলোকসজ্জিত করা হয়েছে। সে রঙিন আলোয় আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। ক্যাম্পাসের প্রধান ফটক, জোহা চত্বর, একাডেমিক ভবন, আবাসিক হলগুলো সেজেছে নতুন সাজে। ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ। আলোকসজ্জায় সজ্জিত পুরো ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে দিনের কর্মসূচি। এরপর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রয়েছে বিজয় দিবস প্যারেড, শহীদ মিনার মুক্তমঞ্চে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ বলেন, বিভিন্ন দিবসে বিশ্ববিদ্যালয়কে আলোক সজ্জ্বায় সজ্জিত করা হয়। এ সময়টা ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়। যাদের আত্মত্যাগে আমাদের বিজয় সূচিত হয়েছে তাদের ভুলে গেলে চলবে না। তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর