binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সোনাতলায় কাব ক্যাম্পুরী উপলক্ষে আনন্দ র‌্যালি


বিনোদনের পদ্মফুল | বিকাশ স্বর্ণকার, সোনাতলা (প্রতিনিধি) বগুড়া নভেম্বর ১৬, ২০২৪, ১০:২২ পিএম সোনাতলায় কাব ক্যাম্পুরী উপলক্ষে আনন্দ র‌্যালি

বগুড়ার সোনাতলায় উপজেলা কাব ক্যাম্পরী উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস উপজেলা এর আয়োজনে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে হতে র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
আনন্দ র‌্যালিতে কাব কম্পুরীতে আসা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নবাবী আমলের পোশাকে কেউবা রাজা, কেউবা রাণী, মন্ত্রী, সাধু সন্ন্যাসী, সিপাহী সালাহ পাইক পেয়াদার বেশে সেজে এবং নানা ধরনের শিক্ষা বিষয়ক কার্টুনের সাজেও সজ্জিত ছিল। 
এই অপরূপ নবাবী আমলের সাজের র‌্যালি দেখে সে সময়ে অনেকেই পুরানো দিনে হারিয়ে গিয়েছিল। ফলে মনে হচ্ছিল এ যেন নবাবী রাজ্যের মন্ত্রী পরিষদ। তবে নতুন ধারার র‌্যালিটি দেখায় রাস্তার দুধারে উৎসুক জনতার ভিড় পরে যায়। 
স্থানীয়রা জানান, বহু বছর পর ভিন্ন রকমের র‌্যালিটি মন জুড়িয়ে দিয়েছে। তারা আরও বলেন, এসব নবাবী পোশাক পরিহিত অবস্থায় দেখে সত্যি খুব আমরা আনন্দ পেলাম। এদিকে আনন্দ (কার্নিভাল) র‌্যালির পরিচালক ও সরকারি সবুজ সাথী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম আনিছুর রহমান জানান, মুলত এসব খুদে শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করাই এ অনুষ্ঠানের মুল লক্ষ্য। আজকে দ্বিতীয় দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের শিক্ষনীয় বিষয়গুলো পরিদর্শন, কাব প্রোগ্রাম, প্রতিজ্ঞা, আইন, মট, কাব অভিযান ও কাব কার্নিভাল।
র‌্যালিতে রাজার সাজে সজ্জিত সেই রাজা বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়জুল হক বলেন, আজকে রাজার বেশে সাজটা খুব ভালো লেগেছে মনে হচ্ছিল আমি রাজ্যের রাজা। 
জানতে চাওয়া হয় রাজ্যের দ্বায়িত্ব পেলে কি ধরনের কাজ করবেন? এমন প্রশ্নের উত্তরে ফয়জুল হক বলেন, আমি যদি রাজা হিসেবে রাজ্যের দ্বায়িত্ব পাই তাহলে প্রথমেই যেদিক লক্ষ্য দিবো সেটি দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে আনা। দ্বিতীয়ত আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিকে চিরতরে বিদায় সহ সবাইকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ জাতিকে উপহার দেয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, স্কাউস লিডার ও শিক্ষক শেখ বাদশা মিয়া, মমিনুল ইসলাম, মিজানুর রহমান, মতিনুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
৫দিনব্যপী এ অনুষ্ঠানে ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪০ জন খুদে শিক্ষার্থী ও শিক্ষকরা এ কাবে অংশগ্রহণ করেছেন।

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর