সাতক্ষীরার কলারোয়া উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছ্ েমঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে কলারোয়া উপজেলা মোড়ে যশোর-সাতক্ষীরা রাস্তার দুই পাশে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে বক্তাগণ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবীতে মানববন্ধনে তুলে ধরেন।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সুপার মো. আব্দুল মোনায়েম, প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাতক্ষীরা জেলার সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহমেদ আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদীন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
মানববন্ধন শেষে শিক্ষকগণ কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের অফিস কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদীনের নেতৃত্বে ও বেসরকারি শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে স্মারক লিপি প্রদান করেন।
আপনার মতামত লিখুন :