binodonerpadmaful
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ঝিকরগাছা এবি ব্যাংকের গ্রাহক সম্মাননা প্রদান


বিনোদনের পদ্মফুল | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:২৮ পিএম ঝিকরগাছা এবি ব্যাংকের গ্রাহক সম্মাননা প্রদান

এবি ব্যাংক পিএলসি ঝিকরগাছা শাখার আয়োজনে গ্রাহক সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে ব্যাংকের নিজস্ব শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ব্যবস্থাপক জান্নাত আরাসহ শাখার অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক জান্নাত আরা অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে অতিথি গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আমন্ত্রিত গ্রাহকগণ ব্যাংকের আর্থিক লেনদেন ও ব্যবসায়িক নানান সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন।
শাখা ব্যবস্থাপক জান্নাত আরা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এবি ব্যাংকের ৪ দশকের পথচলা ও গ্রাহকের আস্থা অর্জন ও সফলতার কথা তুলে ধরে তার ব্যাংকের সকল পর্যায়ের গ্রাহক সেবা নিশ্চিত করার পাশাপাশি লেনদেন দ্রুততার সাথে সম্পন্ন করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সম্মাননাপ্রাপ্ত ও অন্যান্য সম্মানিত গ্রাহকবৃন্দ তাদের বক্তব্যে এবি ব্যাংক পিএলসি ঝিকরগাছা শাখার আর্থিক লেনদেনে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, মুন্নাফ হোসেন, বাপি ঘোষ প্রমুখ।

Side banner