binodonerpadmaful
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাথরঘাটায় জনতা ব্যাংকের ৯২৯তম শাখার উদ্বোধন 


বিনোদনের পদ্মফুল | মল্লিক এম.আই বুলবুল সোহেল নভেম্বর ২৪, ২০২৪, ০৫:৫১ পিএম পাথরঘাটায় জনতা ব্যাংকের ৯২৯তম শাখার উদ্বোধন 

বরগুনার পাথরঘাটায় জনতা ব্যাংক পিএলসি ৯২৯ তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে পাথরঘাটা বিআরটিসি বাস স্ট্যান্ড সংলগ্ন এ ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। 
উদ্বোধন ঘোষণা করেন জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম। 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের জিএম এন্ড কোম্পানী সেক্রেটারি মনসুর-উল হক মোঃ জাহাঙ্গীর, বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক মো. আলী, উপ-ব্যাবস্থাপক মো. আবদুস সোবহান মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক। 
জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম সাংবাদিকদের জানান, পাথরঘাটা একটি উপকূলীয় এলাকা। এ এলাকার মানুষ প্রধান জীবিকা মৎস্য শিকার দিয়ে। এ পেশায় মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েই পাথরঘাটায় জনতা ব্যাংকের শাখার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পাথরঘাটার বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Side banner