binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পোরশায় অস্থির পেঁয়াজের বাজার


বিনোদনের পদ্মফুল | এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৪, ০৪:১৮ পিএম পোরশায় অস্থির পেঁয়াজের বাজার

শুল্ক ছাড়ের সুবিধা ও বিপুল পরিমাণ আমদানিতেও কমছে না পেঁয়াজের দাম। কোনোভাবেই কাটছে না পেঁয়াজের বাজারের অস্থিরতা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) নওগাঁর পোরশার গাঙ্গুরিয়া বাজারে গিয়ে দেখা যায় কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। দেশী পেঁয়াজের দাম বেশি হওয়ায় আমদানি পেঁয়াজের উপর ক্রেতাদের চাহিদা বাড়ছে। 
পেঁয়াজ ব্যবসায়ী মো. ইউসুফ আলী জানান, বাজারে দেশি পেঁয়াজের দাম অনেক বেশি তাই সাধারণ ক্রেতা কম দামি পেঁয়াজ ক্রয় করছেন। দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি অন্যদিকে আমদানিকৃত পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা কেজি। এছাড়া আলুর ৭০ টাকা থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা। নতুন আলুর তেমন আমদানি নেই। দুই একটি দোকানে দেখা গেলেও ৩শত টাকা থেকে ৪শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সাধারণ ক্রেতা মো. মোস্তফা জানান, আমরা দিনমজুর। আমাদের পক্ষে জীবনযাপন কষ্টদায়ক হয়ে পড়েছে। ছেলে সন্তান নিয়ে অনেক কষ্টের মধ্যে সংসার চালাতে হচ্ছে। 
ট্রাক চালক আব্দুল আলিম বলেন, আমার সংসারের ৪ থেকে ৫ জন লোক। আগের মত আর আয় না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমার সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। কিভাবে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না। 
এমতাবস্থায় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী। বাজার ব্যবস্থা মনিটরিং করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার অনুরোধ জানান। 

Side banner