binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেফতার


বিনোদনের পদ্মফুল | উজ্জ্বল রায় মে ২৩, ২০২৪, ০২:৪৭ পিএম নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেফতার

নড়াইল ডিবি পুলিশের অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনশত গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. বুরুজ শেখ (৩৫) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী (পূর্বপাড়া) গ্রামের মৃত বদির শেখের ছেলে। বুধবার (২৩ মে) লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ছাব্বিরুল বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Side banner