binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বালিয়াডাঙ্গীতে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে চাকু দিয়ে হত্যাচেষ্টা 


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার এপ্রিল ২, ২০২৫, ০৩:২৯ এএম বালিয়াডাঙ্গীতে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে চাকু দিয়ে হত্যাচেষ্টা 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা এলাকায় চতুর্থ শ্রেণীর ৯ বছর বয়সী এক শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গলায় চাকু লাগিয়ে দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে অর্জুন চন্দ্র সেন নামে এক ব্যক্তি।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সর্দার বস্তি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই শিশুকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সর্দারবস্তি গ্রামে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ধনেশ চন্দ্র সেনের ছেলে অর্জুন চন্দ্র সেন একই গ্রামের দিন মজুরের ৯ বছর বয়সী শিশু কন্যাকে শসা দেওয়ার প্রলোভন দেখিয়ে শসা ক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। 
এ ঘটনায় শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে তার গলায় চাকু ঠেকিয়ে দিয়ে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। গুরুতর আহত শিশুটিকে তার পরিবারের লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসাপাতালের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল আলম চয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গলায় ও মুখমন্ডলে জখমের চিহ্ন রয়েছে।
বালিযাডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, ধনতলা সর্দারবস্তি গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টার সংবাদ পেয়েছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Side banner