binodonerpadmaful
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

রাঙ্গামাটিতে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দাদা গ্রেফতার


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার মার্চ ১১, ২০২৫, ১০:১৯ পিএম রাঙ্গামাটিতে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দাদা গ্রেফতার

রাঙ্গামাটি শহরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। এ ঘটনায় সুভাষ কুমার চাকমা (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগীর পরিবার। নির্যাতনের শিকার শিশুটিকে বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী শিশুর মা জানান, রবিবার (৯ মার্চ) রাতে শিশুটি তার দাদা এবং দাদির সঙ্গে ঘুমিয়ে ছিল। পরদিন সকালে তার দাদি তাদের বিছানায় রেখে কাজে বের হন। সকাল ৭টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকেন। পরে মেয়েটি তাকে নির্যাতনের বিষয়টি জানায়।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। মঙ্গলবার (১১ মার্চ) তাকে গ্রেফতার করে পুলিশ।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

Side banner