binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

বাঞ্ছারামপুরে ৫৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার 


বিনোদনের পদ্মফুল | ফয়সল আহমেদ খান জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:০৯ পিএম বাঞ্ছারামপুরে ৫৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৫৪ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিলেট।  
গ্রেফতারকৃতরা হলো, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিচ কুঞ্জেরা গ্রামের মৃত শাহ আলমের ছেলে মো. নুরুল আলম ওরফে সুমন (৪০) এবং চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার পূর্ব হিংগুলী গ্রামের হারাদন দাসের ছেলে আশীষ দাস (১৯)। এ সময় তাদের সাথে থাকা ১টি ট্রাক জব্দ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল গত ১২ জানুয়ারি ২০২৫ ইং তারিখ আনুমানিক সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের রবির বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪.১ কেজি গাঁজাসহ সুমন এবং আশীষ দাসকে গ্রেফতার করা হয়। এছাড়াও এসময় তাদের সাথে থাকা ১টি ট্রাক জব্দ করা হয়।
পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়। 
র‌্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিউর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। 
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Side banner