binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঘাটাইলে ৭ বছরের শিশু নির্যাতনের শিকার


বিনোদনের পদ্মফুল | ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২৪, ০৮:৫৮ পিএম ঘাটাইলে ৭ বছরের শিশু নির্যাতনের শিকার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৭ বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৭০ বছরের বৃদ্ধের কাছে। এমন অভিযোগ উঠেছে। 
ঘাটাইলের পৌর শহরের উত্তর চান্দশী গ্রামের ৭ বছরের শিশু মারিয়া। শারিরিক ভাবে বুদ্ধি প্রতিবন্ধী একটি মেয়ে। অত্যন্ত হতদরিদ্র ঘরে জন্ম এই শিশুটির। এক বেলা খেলে অন্য বেলা কি খাবে এমন সামর্থ্য নেই এই পরিবারটির। 
একমাত্র প্রতিবন্ধী মেয়েটিই যেন দরিদ্র পরিবারটির আধাঁর ঘরের চাঁদের আলো। প্রতিবন্ধী এই শিশুটির উপর নজর পড়ে একই গ্রামের ৭০ বছরের বৃদ্ধ মোঃ আব্দুল বাছেদের। মেয়েটিকে দোকান থেকে মোজো কিনে দেওয়ার লোভ দেখিয়ে হাতে একটি দশ টাকার নোট গুজে দেয়। পরে নিজ বাড়ীতে ঘরের মধ্যে ঢুকিয়ে ধর্ষণের চেষ্ঠা করে বাছেদ নামের ওই নরপশু।
এ ব্যপারে শিশুটির মা মোছাঃ শরিফা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০সংশোধনী ২০২০ এর ৯ (৪) (খ) ধারায় গত (২৫ নভেম্বর) রাতে একটি মামলা দায়ের করে মামলা নং ১৭। 
মামলার বিবরণ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, বাড়ীর পাশেই মাঠে খেলাধুলা করতে যায় প্রতিবন্ধী শিশুটি। এ সময় বাছেদ ডেকে নিয়ে ১০ টাকার একটি নোট হাতে দিয়ে মজা খেতে বলে। ক্ষুধার যন্ত্রণায় মেয়েটি একটি বড় পাউরুটি কিনে খেতে চায়। কিন্তু দশ টাকায় দোকানে গিয়ে রুটি কিনতে না পেরে আরও দশটার বায়না ধরে বৃদ্ধের কাছে। এ সুযোগ বুঝে লম্পট বৃদ্ধ আরও ১০ টাকা দিয়ে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। 
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সততা স্বীকার করে বলেন, মারিয়া নামক এক মেয়ে কে ৬৫ বছর বয়স্ক আব্দুল বাছেদ নামে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ঘাটাইল দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও বুদ্ধি প্রতিবন্ধী। এ ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ গিয়ে আসামী আব্দুল বাছেদকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আসামী আব্দুল বাছেদ কে আদালতে প্রেরণ করা হয়।

Side banner