যশোরের কেশবপুরে রুহুল আমিন (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে উপজেলার মজিদপুর গ্রাম থেকে ১০৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার মজিদপুর গ্রামের রুহুল আমিন দীর্ঘদিন এলাকার একটি বাজারে মিষ্টি বিক্রির পাশাপাশি গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। খবর পেয়ে শনিবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উজ্জামান বলেন, গ্রেফতারকৃত রুহুল আমিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে থানায় ১০টি মাদক মামলা রয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :