মাগুরা শ্রীপুর ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্র আন্দোলনের চাপ সইতে না পেরে সোমবার (৮ আগস্ট) দুপুরে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগের পরপরই মাগুরা শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ, শিক্ষার্থী জনতা, বিএনপি ও এর অংগসংঠন সহ বিভিন্ন পেশার জনগণ। সোমবার দুপুরে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে উপজেলা চত্ত্বরে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে সাধারণ মানুষ। জাতীয় পতাকা হাতে নানান শ্রেণির নানান পেশার মানুষ উপজেলার বিভিন্ন সড়কে আসতে থাকে। সাড়ে তিনটার দিক থেকেই খন্ড খন্ড আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এক সময় সে আনন্দ শোভাযাত্রা বিশাল আকার ধারণ করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় যোগদান করা বিএনপির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, ইয়াকুব আলী, টিটু, সপ্ন, জিকু, তপু, রনি, সাকিব, শাকিল, ডাবলু, টিপু নজরুল, রানা, সবুজ সহ আরও অনেক মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় তারা সমস্বরে বলেন, নতুন করে এদেশ যেন স্বাধীন হলো। শিক্ষার্থীদের আন্দোলনকে দমানো এত সহজ নয়। এদেশের শিক্ষার্থী সমাজ নতুন করে ইতিহাস লিখলো। এসব শিক্ষার্থীদের থেকে আমরা নতুন করে শিক্ষা নিলাম কিভাবে ন্যায্য দাবী আদায় করতে হয়।
এসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের শোভাযাত্রায় বর্তমান সরকারকে ভুয়া, ভুয়া স্লোগানে মুখর হয়ে উঠে মাগুরা শ্রীপুর লাঙ্গলবাধ বিভিন্ন অলিগলি সহ পুরো উপজেলা।
এছাড়াও উপজেলার কেন্দ্রীয় আওয়ামীলীগ অফিসে ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। দীর্ঘদিন ক্ষমতাসীন রাজনৈতিক দলের কোন ঠাসা থেকে বেরিয়ে এসে এরই মাঝে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপির নেতা বদরুল আলম হিরো।
আপনার মতামত লিখুন :