“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলারোয়া উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি কলারোয়ার বাস্তবায়নে উপজেলা নিবার্হী অফিসার মাসফিকা হোসেন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং মৎস্য পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ সাইফুল ইসলাম , উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান, মৎস্য ব্যবসায়ী এনায়েত খাঁন টুন্টু। আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের উপজেলার ২জন মৎস্য চাষী ও ১টি হ্যাচারির মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়।
আলোচনা সভা পূর্বক জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণঢ্য র্যালি বের হয়ে র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে গিয়ে মৎস্য পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল।
আপনার মতামত লিখুন :