binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নাজিরপুরে সুধীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত


বিনোদনের পদ্মফুল | নাজিরপুর সংবাদদাতা জুলাই ১১, ২০২৪, ০৬:১৫ পিএম নাজিরপুরে সুধীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে “কালিগঙ্গা সংলগ্ন খালের বর্জ্য অপসারণ ও কৃষি জমিতে পানি চলাচল উম্মুক্ত করণ প্রকল্প” এর বাস্তবায়ন সম্পর্কিত সুধীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী।
উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় র্স্মাট নাজিরপুর গড়ার লক্ষ্যে প্রকল্পটি ঐক্যবদ্ধ ভাবে বাস্তবায়ন করার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার ইশরাতুনেচ্ছা এশা, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, দৈনিক কালবেলা সাংবাদিক উথান মন্ডল, দৈনিক ইত্তেফাক সাংবাদিক অনুপ কুমার সিকদার, দৈনিক সংবাদ সাংবাদিক মো. সোহেল খান, দৈনিক খবর পত্র সাংবাদিক আক্রাম আলী ডাকুয়া, দৈনিক আমাদের কন্ঠের সাংবাদিক মো: দেলোয়ার হোসেন। এ সময় খালের দু-পাড়ের বসবাসকৃত উপস্থিত সুধীজনেরা প্রকল্প বাস্তবায়নে  উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। মতবিনিময় সভা শেষে উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তার পরিষদ কক্ষে সাংবাদিকদের সাথে চা-চক্রে মিলিত হয়।

Side banner