binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের অভিষেক


বিনোদনের পদ্মফুল | হারুন অর রশিদ জুলাই ২, ২০২৪, ০৬:৩২ এএম আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের অভিষেক

কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর ঈদ পুনর্মিলন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১ জুলাই) বিকাল ৩টায় পালংখালী ইউনিয়ন পরিষদের হল রুমে আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার খাইরুল আমিন শামিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ এনামুল হক। এছাড়া ইসলামী সংগীত পরিবেশন করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ছৈয়দুল বশর।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের পৃষ্ঠপোষক এম গফুর উদ্দিন। সম্মানিত উপদেষ্টা সাংবাদিক তাহের নাইম, পালংখালী ০৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য ও অত্র সংগঠনের উপদেষ্টা ফয়েজুল ইসলাম, নুরুল ইসলাম, সাংবাদিক নুরুল বশর, জাহাঙ্গীর আলম, আহমদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর অর্থ সম্পাদক মো. মোক্তার হোসেন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাছির উদ্দিন, সিঃসহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, সভাপতি ইঞ্জিনিয়ার খাইরুল আমিন (শামিম) ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সহ সভাপতি হাফেজ আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কালাম শাহ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ মুহিব, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মোঃ জাহেদ আলম (সাগর), সহ অর্থ সম্পাদক হাফেজ আব্দুল মজিদ, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, শিক্ষা বিষয়ক সম্পাদক সোলতান মাহমুদ রিদুয়ান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শাহেদ ইলাহি, সিনিয়র সদস্য আবদুর রহমান, ইমাম শরীফ, জসিম উদ্দিন, ইলিয়াস আলী, ফায়েজ উদ্দিন বাবুল, জান্নাতুল সুমাইয়া, ওসমান খানসহ প্রমুখ।
উপস্থিত অতিথিরা সংগঠনের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া করেন এবং পরে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহ।

Side banner