ময়মনসিংহের ভালুকায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের ছয় ঘণ্টা পর রাফি নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৮) রাতে উপজেলার তালাব পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জমিয়ত আলী জানান, খবর পেয়ে ছয় ঘণ্টা খোঁজাখুঁজির পর রাফির মরদেহটি পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, রাফি দুপুরে তার চাচা ও বন্ধুদের সাথে বাড়ীর পাশে মরাপুরা খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে রাতে রাফির লাশ উদ্ধার করা হয়। নিহত রাফি ওই এলাকার আলম মিয়ার ছেলে।
আপনার মতামত লিখুন :