binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জামালপুরে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার


বিনোদনের পদ্মফুল | শাকিল হাসান মে ২৫, ২০২৪, ০৩:৫৯ পিএম জামালপুরে ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

জামালপুরে ধানক্ষেত থেকে শাহাদাত হোসেন (৫৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পারপাড়া গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পারপাড়া গ্রামে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের অদূরে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এদিকে ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে পূর্ব কুটামনি গ্রামের এক বাঁশঝাড়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পরিত্যাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়, পরে পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে। নিহত শাহাদাত সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ভেড়া পাথালিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি গতকাল রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেন নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, নিহত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন। নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হলেও ব্যাটারি চুরি হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Side banner