binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভালুকায় বাসচাপায় স্বামী স্ত্রীর মৃত্যু


বিনোদনের পদ্মফুল | রোমান আহমেদ নকিব মে ২৫, ২০২৪, ০৩:০১ পিএম ভালুকায় বাসচাপায় স্বামী স্ত্রীর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোরের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ভালুকার আমতলী এলাকায় নিহতদের মেয়ে বসবাস করেন। টাঙ্গাইল থেকে আমতলী এলাকায় তাঁরা মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনা সময় রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতরা হলেন স্বামী আব্বাস আলী দেওয়ান (৮০) ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন (৭০)। তাঁরা টাঙ্গাইল জেলার বাসিন্দা। ভালুকার আমতলী এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

Side banner