অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার ৩'শ ৫০ জন কৃষকের মাঝে ২০ প্রকার সবজী বীজ, আম ও পেঁপের চারা এবং সার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার এসব বীজ, সার এবং উপকরণ কৃষক ও কৃষানীদের হাতে তুলে দেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেন এসময় উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের আওতায় আমরা গোপালগঞ্জ সদর উপজেলার ৩'শ ৫০ জন কৃষককে ২০ প্রকার সবজী বীজ, আম ও পেঁপের চারা, ২০ কেজি করে জৈব সারসহ ডিএপি সার, ইউরিয়া সার, এমওপিসার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছি। এছাড়া প্রত্যেক কৃষককে চারা সংরক্ষণ নেট, পানি দেয়ার ঝাঝড়ি, বীজ সংরক্ষণ পাত্র এবং সাইনবোর্ড দেয়া হযেছে।
তিনি জানান, বিতরণকৃত বীজের মধ্যে ৩ মৌসুমে চাষবাদ করা য়ায় এমন সকল বীজ দেয়া হয়েছে। এতে কৃষকের পারিবারিক পুষ্টি বাগানে সারাবছরই সবজী চাষ সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :