আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বাড়িতে হামলা ও গুলির ঘটনায় আহত হয়েছে ছয় বছরের এক শিশু। সে তলপেটে গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সাংবাদিকদের জানায়, অহিদ হোসেন নামে এক যুবকের বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিটি তার ভাতিজি আবিদা সুলতানার পেটে লাগে। আবিদা কাশিপুর এলাকার ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় লোকজন বলেন, স্বজনরা শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তারা জানান, কাচারি বাড়ির অহিদ ঢাকায় থাকেন। তিনি পেশায় গাড়িচালক। ঈদের আগের দিন বাড়ি এসেছেন। তার বাড়ি আসার খবর পেয়ে স্থানীয় ইউছুফ ও তার অনুসারীরা গিয়ে অহিদকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে তারা বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা অহিদকে লক্ষ্য করে গুলি করে।
স্থানীয়রা বলেন, হামলার সময় অহিদের মেয়ের সঙ্গে খেলছিল তার ভাতিজি আবিদা। হামলাকারীরা গুলি ছুড়লে তার পেটে লাগে। এরপর তারা পালিয়ে যায়, অহিদও বাড়ি থেকে বেরিয়ে যান।
শিশুটিকে নিয়ে তার বাবা ইব্রাহিম হাসপাতালে এলেও সংবাদমাধ্যমে এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পীযুষ চন্দ্র দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তার পেটে গুলি লেগেছে। গুলি প্রবেশ এবং বের হয়ে যাওয়ার চিহ্ন রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার বিষয়ে তিনি এখনো বিস্তারিত জানে না।
আপনার মতামত লিখুন :