binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বাঞ্ছারামপুরে মসজিদ মাদ্রাসায় আমেরিকা প্রবাসীর অনুদান


বিনোদনের পদ্মফুল | ফজলে রাব্বি রিফাত মার্চ ২৯, ২০২৫, ০৮:৩৭ পিএম বাঞ্ছারামপুরে মসজিদ মাদ্রাসায় আমেরিকা প্রবাসীর অনুদান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদান করেছেন আমেরিকা প্রবাসী সৈয়দ লুৎফর রহমান ওরফে আবুল হাসেম সাহেব। উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের কৃতি সন্তান আবুল হাসেম দুই যুগের উপরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। 
প্রতিবছরের ন্যায় এবারও আমেরিকা প্রবাসী সৈয়দ লুৎফর রহমান (আবুল হাসেম) সাহেব এর আমেরিকা রহমান ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৩টি মাদ্রাসা ও বিভিন্ন গ্রামে টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন। পাশাপাশি আত্মীয় স্বজনের চিকিৎসা সেবায় নগদ অর্থ প্রদান করেন। 
আবুল হাসেম এর পিতা হাজী মাস্টার আব্দুস সাত্তার ফাউন্ডেশন কতৃক যাকাত তহবিলে থেকে অনুদান প্রদান করা হয়। গত ২০ বছর ধরে সাত্তার ফাউন্ডেশন কতৃক নিয়মিত এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার সহযোগিতায় এই পরিবার এগিয়ে আসছে। 
পবিত্র মাহে রমজানে উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা সরকারি কলেজের ভিপি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি দেওয়ান মোহাম্মদ নাজমুল হুদা। 
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক ওমর ফারুক বাবলো, বিশেষ অতিথি ব্যবসায়ী শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর জিবি মেম্বার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এম. আজিজুল হক খোকা, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান হুজুর ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Side banner