binodonerpadmaful
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল


বিনোদনের পদ্মফুল | ফজলে রাব্বি রিফাত মার্চ ২৮, ২০২৫, ০৫:১৭ পিএম বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল

বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এক মহতী আয়োজনের মধ্য দিয়ে ইফতার মাহফিল ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী এই সংস্থাটি দীর্ঘদিন ধরে রক্ত সরবরাহসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ছলিমাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশেদুল আলম চৌধুরী, বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালের আরএমও ডা. সৈয়দ অলী মো. রাসেল এবং বাঞ্ছারামপুর ইসলামি হাসপাতালের পরিচালক মোশাররফ হোসেন রিপন।
অনুষ্ঠানে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা পেয়ে শিশুরা অত্যন্ত আনন্দিত হয়। 
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তারা এ ধরনের আয়োজন করে থাকেন এবং ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাবেন।
বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের এই মহতী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের প্রত্যাশা, সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবান ব্যক্তিরাও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসবেন, যাতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষেরা আরও বেশি উপকৃত হতে পারে।
অনুষ্ঠান পরিচালনা করেন, বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের সভাপতি আশিকুর রহমান বাবু।

Side banner