পিরোজপুরে মডেল মসজিদ নির্মাণ স্থানে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুরের ১ নম্বর সদস্য মুসাব্বির মাহমুদ সানিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটে পিরোজপুরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সোবাহান।
মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড মাছিমপুর এলাকার মৃত মো. কিসলুর ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে মুসাব্বির মাহমুদ সানি নিজেকে ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল নিয়ে পিরোজপুর পৌরসভার অধীনে নির্মীয়মাণ মডেল মসজিদের সাইটে হামলা চালান। হামলাকারীরা সাইটের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ব্যাপক ভাঙচুর করেন এবং অফিসকক্ষে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেন। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন।
ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শহিদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানি, সানির ভাই কথিত ছাত্র সমন্বয়ক সাজিদ ও সাজিদুল ইসলাম নামের একজনের বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন।
জানা গেছে, এর আগে সানি সংশ্লিষ্টদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সোবাহান বলেন, ‘মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির, অগ্নিসংযোগের অভিযোগ এবং মামলা হয়েছে। এ ঘটনায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। এ ছাড়া পিরোজপুর বলেশ্বর ব্রিজ টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :