প্রচণ্ড তাপদাহে সামাজিক সংগঠন সম্মিলিত সামাজিক জোট ও জেলা কৃষক লীগ ঝিনাইদহের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ক্যাপ, স্যালাইন, ট্যাঙ্গ ও শীতল পানি বিতরণ করা হয়। ঝিনাইদহ প্রেস ক্লাব সভাপতি এম রায়হান এ কর্মসূচির উদ্বোধন করেন। শহরে ৪০.২০ তাপমাত্রায় কর্মজীবি মানুষদের মাঝে সংগঠনের কর্মীরা এ সব সামগ্রী বিতরণ করেন। এছাড়া একই দিন গ্রামে মাঠ পর্যায়ে কর্মরত তৃষ্ণার্ত কৃষক, শ্রমিক, দিনমজুর, ভ্যান চালক ও পথচারীদের মাঝে ঠাণ্ডা পানীয়, বিস্কুট ও খাবার স্যালাইন বিতরণ করে বাংলাদেশ কৃষক লীগ ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগ সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ জেলা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কৃষক লীগ নেতৃবৃন্দ বলেন, তাপদাহের সংকট মোকাবিলায় নিম্ন পর্যায়ের মানুষের পাশে থাকার জন্য জেলা কৃষক লীগ এ কর্মসূচি চলমান রাখবে।
আপনার মতামত লিখুন :