গাজীপুরে আগুনে পুড়ে গেছে তিনটি কলোনির অর্ধশতাধিক ঘর ও দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১৫ মে) রাত তিনটার দিকে নগরীর ভোগড়ায় পেয়ারা বাগান গরুকাটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় শ্রমিক কলোনিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভোগড়া গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ও কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন কাঁচা পাকা টিনশেডের তিনটি কলোনির অর্ধশতাধিক ঘর ও তিনটা দোকান পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :