binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাথে

উপজেলা চেয়ারম্যান প্রার্থী মৃধার মতবিনিময় সভা


বিনোদনের পদ্মফুল | তানিয়া ইসলাম প্রিয়া মে ১৬, ২০২৪, ০৩:২৬ পিএম উপজেলা চেয়ারম্যান প্রার্থী মৃধার মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আওলাদ হোসেন মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিছুর রহমান রিয়াদ,  সিরাজদিখান উপজেলার কৃষক লীগ সভাপতি দিন মোহাম্মদ লালু, সমবায় সুপার মার্কেট সভাপতি লুৎফর রহমান, উপজেলা সন্তান কমান্ড বাপ্পিসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় প্রার্থী আওলাদ হোসেন মৃধা বলেন, তিনি নির্বাচিত হতে পারলে সিরাজদিখান উপজেলাকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করবেন। এ ছাড়া সিরাজদিখানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিল্প-বাণিজ্যসহ কলকারখানাও তৈরি করবেন। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।

Side banner