দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর (মিঠাপুকুর) নামক স্থানে ডব্লিউ আর এম নামে একটি ইট ভাটায় অভিযান চালিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
শুক্রবার (৭ মার্চ) বিকালে ওই অভিযান চালানো হয়।
দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া ওই অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনী, পুলিশ, আর্মপুলিশ ফায়ার সার্ভিস অভিযান কাজে সহযোগিতা করেন। ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ মোতাবেক ইটভাটাটি গুড়িয়ে দেয়া হয়।
আপনার মতামত লিখুন :