binodonerpadmaful
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

কাউখালীতে ইউপিডিএফের আস্তানা থেকে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধার


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার মার্চ ৮, ২০২৫, ১২:৩৭ এএম কাউখালীতে ইউপিডিএফের আস্তানা থেকে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধার

রাঙামাটির কাউখালিতে আঞ্চলিক সন্ত্রাসী দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর গোপন আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (৭ মার্চ) ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউখালি এলাকায় ইউপিডিএফ-মূল —এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর সেনা জোন।
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ব্যাপারে জোন কমান্ডার লে. কর্ণেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী বলেন, অভিযানের সময় সেনাবাহিনী একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনারা সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আস্তানা থেকে একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি দূরবীন, কয়েকটি ওয়াকিটকি, একটি হার্ডডিস্ক, ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এই সেনা কর্মকর্তা আরও জানান, অভিযান শেষে সেনারা ফিরে আসার সময় ইউপিডিএফ সমর্থক একদল নারী ও শিশু দিয়ে তাদের পথরোধ করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করলে তারা সরে যায়।
পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল কর্মকান্ডের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ খান বলেন, কাউখালী থানাধীন এলাকা থেকে এইসব মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য কিছুদিন আগে বাংলাদেশে নিয়ে আসার সময় ভারতে কয়েকটি পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের চালান জব্দ করে সে দেশের আইনশৃঙ্খলাবাহিনী।

Side banner