দখল-দূষণে মরতে বসেছে নড়াইলের চিত্রা নদী। তালিকাভুক্ত দখলদারদের উচ্ছেদে নেই কোন পদক্ষেপ। এছাড়া নদীপাড়ের অসংখ্য বাড়ির পয়ঃনিষ্কাশনের পাইপ দেয়া হয়েছে নদীর ভেতরে।
নড়াইলের ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক চিত্রা নদী। এর পাড়ে বসেই ছবি আঁকতেন শিল্পী এসএম সুলতান। শিশুদের নিয়ে শিশুস্বর্গ নৌকা ভাসাতেন। এখনও বর্ষায় চলে নৌকা বাইচ প্রতিযোগিতা।
কালের আবর্তে রূপ যৌবন সবই হারিয়েছে এ নদী। কুষ্টিয়ার কালিগঙ্গা নদী থেকে চিত্রা নদীর উৎপত্তি । সেখান থেকে ঝিনাইদহ, মাগুরা হয়ে প্রায় একশ ৩০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি শাখা খুলনার ভৈরবের সাথে আর অন্যটি মিলিত হয় কালিয়ার গাজির হাটে নবগঙ্গার সাথে। কিন্তু দখল দূষণে মৃতপ্রায় এ নদী। দখলদারদের উচ্ছেদে প্রশাসনের পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ নড়াইলবাসী।
দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। নদীর দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
ভূমিদস্যুদের কবল থেকে চিত্রা নদীকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় নড়াইলবাসী।
আপনার মতামত লিখুন :