আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দশমিনা উপজেলার খলিশাখালী গ্রামে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাখাওয়াত হোসেন শওকতের ঘোড়া মার্কার পোস্টার লাগাচ্ছিলো তার কর্মী মাসুদ রানা। হঠাৎ সেখানে রাবেয়া খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন এসে ঘোড়া মার্কার পোস্টার ছিঁড়তে শুরু করে। পোস্টার ছিড়তে বাধা দেওয়ায় তিনি মাসুদ রানাকে মারধর করে এবং নানা প্রকার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মো. শাখাওয়াত হোসেন শওকত বলেন, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই আমি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।
আপনার মতামত লিখুন :