হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির দুই পা খন্ডিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৬টায় শায়েস্তাগঞ্জ পুরান থানার নিকট সুরমা মেইলের নিচে পড়লে এ দূর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির গ্রামের বাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গোরাঙ্গের চর গ্রামে। তিনি ওই গ্রামের মান্নান মিয়া পুত্র মানিক মিয়া (৪৫)। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা বুঝে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।
আপনার মতামত লিখুন :