binodonerpadmaful
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

টাঙ্গাইলে নারী সমন্বয়ককে যৌন হয়রানি


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:১০ পিএম টাঙ্গাইলে নারী সমন্বয়ককে যৌন হয়রানি

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী সমন্বয়ক যৌন হয়রানির শিকার হয়েছেন। এ সময় সঙ্গে তার দুই বোনও ছিলেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শহরের ভিক্টোরিয়া ফুড জোনের সামনে চারজন বখাটে তাকে হয়রানি করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে বখাটেরা চলে যায়। বখাটেদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক ওই সমন্বয়কের সঙ্গে তর্ক করছেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়।
ভুক্তভোগী সেই নারী সমন্বয়ক বলেন, টাঙ্গাইল প্রেসক্লাব থেকে ওই বখাটেরা অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুড জোনে আসার পর তারা হয়রানি শুরু করে। এ সময় তারা বিভিন্ন মন্তব্য করতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Side banner