binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


বিনোদনের পদ্মফুল | তাফহীমুল মে ১০, ২০২৪, ০৫:৩১ পিএম কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়ায় পানিতে ডুবে খাদিজা খাতুন নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) দুপুরে কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা খাতুন গদখালী গ্রামের ওয়াজেদ গাজীর কন্যা। সে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পড়তো। জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু খাদিজা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে কলারোয়া সরকারি কলেজের পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা সহ এলাকাবাসী খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা খাতুনকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

Side banner