binodonerpadmaful
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বকশীগঞ্জে ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন বন্ধ ঘোষণা


বিনোদনের পদ্মফুল | এফ এইচ ইমরুল, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানুয়ারি ২১, ২০২৫, ০৪:৩৪ পিএম বকশীগঞ্জে ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন বন্ধ ঘোষণা

জামালপুরের বকশীগঞ্জে সরকারি বিল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বগারচর ইউনিয়নের আলীরপাড়া সিংগিডোবা বিলে অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, কয়েকদিন থেকে আলীরপাড়া সিংগিডোবা বিলে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র বালু উত্তোলন করে আসছে। এতে করে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়া সহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা
অভিযান পরিচালনা করেন। এসময় ড্রেজার মালিক না থাকায় বালু উত্তোলনের যাবতীয় যন্ত্রাংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও অবৈধভাবে পরিচালিত ড্রেজার মেশিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Side banner