binodonerpadmaful
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

লামায় ৭ জনকে অপহরণ


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১৬, ২০২৫, ০৯:৩৯ এএম লামায় ৭ জনকে অপহরণ

বান্দরবানের লামায় সাতজনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম বমুখাল নামক এলাকায় অবস্থিত তামাক চাষের তিনটি খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।
অপহরণকারীদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।
জানা যায়, অপহৃতরা সরই ইউনিয়নের বমুখাল নামক এলাকায় তামাক চাষের খামারবাড়িতে কাজ করতেন। বুধবার ভোরে সন্ত্রাসীরা তিনটি খামারবাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে অপহরণ করে নিয়ে যায়। 
অপহৃতরা হলেন খামারের মালিক মো. আমিন (৩৫), খামার মালিকের ছেলে মো. জাভেদ (২৬), শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. সাকিব (১৪), আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহদাৎ হোসেন জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে।

Side banner