binodonerpadmaful
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাঁই ১২ দোকান


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১২, ২০২৫, ১২:৩৪ পিএম নোয়াখালীতে আগুনে পুড়ে ছাঁই ১২ দোকান

নোয়াখালীর মাইজদীতে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান। পরে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রধান সড়কের গণপূর্ত অফিসের বিপরীতে পাশের কয়েকটি মার্কেট ও হকার্স মার্কেটের দক্ষিণ পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, শনিবার রাতে সবাই দোকান বন্ধ করে চলে যাওয়ার পর হঠাৎ হকার্স মার্কেট সংলগ্ন নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান লোকজন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ১২টি দোকান পুড়ে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশও কাজ করে।
ফায়ার সার্ভির্সের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি বলেও জানান তিনি।

Side banner