গত কয়েক দিন মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা। তাপমাত্রার পারদ ৯ ডিগ্রি থেকে ১২ ডিগ্রির ঘরে উঠেছে। কমেছে হিমেল হাওয়া, সাথে কুয়াশার পরিমাণও কমেছে। তবে শীতের দাপট তেমন হ্রাস পায়নি। আর এই কনকনে শীতে বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষরা।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতার পরিমাণ ৭৮ শতাংশ ছিল। বাতাসের গতি ঘণ্টায় ৫-৬ কিলোমিটার।
এদিকে, পঞ্চগড় সদরসহ আশপাশের উপজেলাগুলোতে গত কয়েক দিনের তুলনায় আজকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। রাতে ও সকালে উত্তর হিমালয় দিয়ে বয়ে আসা হিমেল বাতাসের কারণে ঠান্ডা অব্যাহত রয়েছে। এই কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গ্রাম-গঞ্জের সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ।
এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনও সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে যা প্রয়োজনের তুলনায় অনেক কম।
অপরদিকে, শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।
তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েকদিনের তুলনায় আজকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন থেকেই এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এ জেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে প্রচন্ড শীত পড়ে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। সামনে তাপমাত্রা কমতে পারে।
আপনার মতামত লিখুন :