কুষ্টিয়ার কুমারখালীতে বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে পৌরসভার সেরকান্দি এলাকার বাপ্পি দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাপ্পি দাস জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে তাদের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এসময় তিনি ও তার মায়ের চিৎকারে এলাকাবাসী এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘরে থাকা গহনা ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। স্বল্প উপার্জনে কোনমতো সংসার চালাতেই হিমসিম এ অবস্থায় বসতঘর সহ সবকিছু হারিয়ে একেবারে সর্বস্বান্ত হয়ে গেছেন বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :