binodonerpadmaful
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

গোমস্তাপুরে জয় বাংলা স্লোগানে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন


বিনোদনের পদ্মফুল | সিফাত রানা ডিসেম্বর ২৬, ২০২৪, ০৮:২৭ পিএম গোমস্তাপুরে জয় বাংলা স্লোগানে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। স্থানীয় মুক্তিযোদ্ধারা বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর বাজারে এই মানববন্ধন করে। বাঙ্গাবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ এই মানববন্ধনের আয়োজন করে। 
মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, যারা স্বাধীন, সার্বভৌমত্বকে বিশ্বাস করে, তারা কখনও এমন কাজ করতে পারে না। আমরা বিশ্বাস করি, যারা এই হামলা করেছে, তারাই হলো স্বাধীনতাবিরোধী অপশক্তি। অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো মানে সব মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরানো। আবদুল হাই কানু একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা। তার এই অসম্মান, পুরো জাতির জন্য অসম্মান। 
এসময় মুক্তিযোদ্ধারা আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আমরা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধাদের অপমান মানে জাতীয় পতাকার অপমান। সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। যারাই জড়িত তাদের শাস্তির আওতায় আনা হোক। বক্তারা অবিলম্বে এই মুক্তিযোদ্ধাকে যারা লাঞ্ছিত করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সাবেক কমান্ডার মোস্তফা কামাল, আব্দুল মান্নান, মোজাম্মেল হক, বোয়ালিয়া ইউনিয়ন সাবেক কমান্ডার নেজাম উদ্দিন, আলিনগর ইউনিয়ন সাবেক কমান্ডার বজলুল হক, তৈমুর আলীসহ অন্যান্যরা । 
উল্লেখ্য গত রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে (৭৮) জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। পরে রাতে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

Side banner