ঢাকার ধামরাইয়ে বিনা অনুমতিতে এলাকায় প্রভাব খাটিয়ে তিন ফসলি কৃষি জমির মাটি কাটায় গত ৭ দিনে ৬ টি খনন যন্ত্র (ভেক্যু) ও নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার পর্ষন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক।
জানা যায়, উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই (দত্তখোলা) সূয়াপুর বাইল্যা বাসনা (সুইচখালী) শরীফবাগের ডেমরান ও কুল্লা এলাকার প্রভাবশালীরা এলাকায় প্রভাব খাটিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষি জমিতে ভেক্যু দিয়ে মাটি কাটছিল ইট ভাটায় মাটি সরবরাহ করা জন্য। এ সব এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভেক্যু ও রোয়াইল ও বালিয়া এলাকা থেকে ২টি ড্রেজার মেশিন জব্দ করেন।
শরীফভাগের ডেমরান ও কুল্লা ইউনিয়ন এলাকার ভেকু দুটির মালিককে সতর্কতামূলক ৫০ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। বাকি ৪টি ভেকু জব্দই রয়ে গেছে। সেগুলো ছাড়া হবে না বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, ফসলি জমির মাটি কাটায় বিভিন্ন এলাকা থেকে এগুলো জব্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :