binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

লক্ষ্মীপুরে দমকা হাওয়া বজ্রপাত সহ বৃষ্টিপাত


বিনোদনের পদ্মফুল | তারেক মাহমুদ মে ৬, ২০২৪, ০৫:৫৮ পিএম লক্ষ্মীপুরে দমকা হাওয়া বজ্রপাত সহ বৃষ্টিপাত

দীর্ঘ প্রতিক্ষার পর লক্ষ্মীপুরে নেমেছে বৃষ্টি। বজ্রপাত সহ বইছে তীব্র দমকা হাওয়া। সোমবার (৬ মে) দুপুর ২ টা থেকে শুরু হয় বৃষ্টিপাত।
বৃষ্টি শুরু হওয়ার পরপরই রাস্তাঘাট থেকে সরে গিয়ে মানুষ নির্দিষ্ট আশ্রয়স্থলে রয়েছে। চলাচল কমেছে যানবাহনের। অধিকাংশ ফসল ঘরে উঠলেও লক্ষ্মীপুরের বেশিরভাগ সয়াবিন কিন্তু এখনো মাঠে রয়ে গেছে। ফলে সয়াবিন চাষিদের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। সারাদেশের মধ্যে লক্ষ্মীপুরে সয়াবিনের উৎপাদন বেশি হয়।
এখন পর্যন্ত এই বৃষ্টিপাত এবং দমকা হাওয়ায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Side banner