binodonerpadmaful
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির মানববন্ধন


বিনোদনের পদ্মফুল | তৈয়বুর রহমান ডিসেম্বর ২২, ২০২৪, ০১:৩৩ পিএম হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির মানববন্ধন

প্রশাসনের গাফিলতির কারণে হাওরে ফসল হানি হলে এবার সমোচিত জবাব দেবে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) সময়মত পি আই সি গঠন এবং বাঁধের কাজ শুরু না হওয়ায় আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেছেন সুনামগঞ্জের কৃষকদের বন্ধু সংগঠন হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ। 
মানববন্ধনে সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ ইয়াকুব বখ্ত বাহলুল। 
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. শহীদুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল, সহ-সভাপতি শাহাব উদ্দিন, মানব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার সভাপতি আব্দুল  গণি আনসারী  জামালগঞ্জ উপজেলার সভাপতি শাহানা আল আজাদ, শান্তিগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, দোয়ারাবাজার উপজেলার হাবিব উল্লাহ হেলালী সহ আরো অনেকেই।
অভিযোগের বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ‘নানা কারণে পিআইসি গঠনে অধিকতর যাচাই-বাছাইয়ের কাজ চলছে, এজন্য একটু দেরি হচ্ছ। ইতোমধ্যে ৪৩৯টি পিআিইসি গঠন করা হয়েছে। খুব শিগগিরই পিআইসি গঠনের কাজ শেষ হয়ে যাবে। বিভিন্ন হাওরে ৪০টি পিআইসির বাঁধের কাজ শুরু হয়েছে। হাওর থেকে পানি নিষ্কাশনের কারণে কাজে বিলম্ব হচ্ছে। পানি নামার পর পরই সব বাঁধে কাজ শুরু হবে।
উল্লেখ্য, পানি উন্নয়ন উন্নয়ন বোর্ডের অধীনে ১২৫ কোটি টাকা সুনামগঞ্জের ৫৩টি হাওরের ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমির বোরো ফসল রক্ষায় ৫৮৮ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হবে। প্রাথমিকভাবে ৫৭ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ বাস্তবায়ন করবে স্থানীয় কৃষকদের দিয়ে গঠিত ৬৭৫টি পিআইসি। পানি উন্নয়ন বোর্ডের কাবিটা নীতিমালা অনুযায়ী, ১৫ ডিসেম্বর বাঁধ নির্মাণকাজ শুরু ও ২৮ ফেব্রুয়ারি শেষ করার কথা। আনুষ্ঠানিকভাবে কিছু বাঁধের কাজ শুরু হলেও অধিকাংশ বাঁধের কাজ শুরু হয়নি।

Side banner