দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজ জেলার তেঁতুলিয়ায় সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। ভোরের ঘন কুয়াশার চাদর সকাল ৮টার মধ্যেই কেটে যায়। তখনই দেখা মেলে সকালের মিষ্টি রোদের। এই রোদে একটু হলেও শীতের দাপট কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গতকালও সকাল ১১টার পর থেকে রোদ উঠেছিল, তবে আজ সকালের রোদ তুলনামূলকভাবে বেশি আরামদায়ক। শীতের প্রচণ্ডতায় দিনের শুরুতে জীবনযাত্রা কিছুটা স্থবির হলেও রোদের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। রোদ মেলার কারণে কৃষকরা মাঠে কাজে নেমেছেন, স্কুলগামী শিশুরাও সকালেই বেরিয়েছে।
তেঁতুলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের এই মৌসুমে আরও কিছুদিন তাপমাত্রা কমতে পারে। তবে, দিনের বেলায় রোদ থাকায় পরিস্থিতি তুলনামূলক সহনীয় থাকবে বলে আশা করা যাচ্ছে।
এলাকাবাসী জানান, সকালে রোদ উঠায় উষ্ণতা বিরাজ করছে, তবে রাতের সময় ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা সহ্য করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবুও সকালের রোদে কিছুটা স্বস্তি পাচ্ছেন সবাই। শীতের এই পরিবর্তনশীল আবহাওয়ার মধ্যে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, মৃদু শৈত্য প্রবাহ চলমান রয়েছে। আজকের রেকর্ডকৃত তাপমাত্রা দেশে এই মৌসুমে সর্বনিম্ন হওয়ার সম্ভাবনা বেশি।
আপনার মতামত লিখুন :