নওগাঁয় শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদী ও খালের ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান শুরু হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের রজাকপুর মহল্লায় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার কুতুব উদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদফতর উপরিচালক জাবেদ ইকবাল ও পানি উন্নয়ন বোর্ডের নির্ববাহী প্রকৌশলী ফইজুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন। পরে শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদী পরিষ্কারের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এসময় নদী ও খালের ময়লা-আবর্জনা পরিষ্কারে হাতল, কাস্তে ও দা হাতে নিয়ে এতে অংশ নেয় বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবী। ৬টি দলে বিভক্ত হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ পরিষ্কার অভিযান। এছাড়া নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস অংশ নিয়েছে।
আয়োজকরা জানান, এ বছর জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের ৬৪ জেলার ৬৪টি খাল, নদী ও জলাশয় পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় নওগাঁয় শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীর প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা ও আর্বজনা পরিষ্কার করা হবে। এতে পানিতে থাকা জলজ প্রাণিদের বসবাস করা অনেকটা সহজ হবে অন্যদিকে নদীর স্বাভাবিক যে গতিপথ তা ফিরে পাবে বলে জানানো হয়।
নদী নিয়ে কাজ করেন এমএম রাসেল। তিনি বলেন, নদীকে বাঁচাতে হলে নদীর স্বাভাবিক গতিপথ বা প্রবাহ ঠিক রাখতে হবে। দখল ও দুষণ রোধ করতে হবে। নদীর গতিপতের মুখ বন্ধ রেখে বাঁচানো সম্ভব নয়
আপনার মতামত লিখুন :