binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

লালপুরে চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি!


বিনোদনের পদ্মফুল | ইব্রাহিম হোসেন, লালপুর (নাটোর) প্রতিনিধি নভেম্বর ৮, ২০২৪, ০৮:৩২ পিএম লালপুরে চিরকুট লিখে বৈদ্যুতিক মিটার চুরি!

নাটোরের লালপুরে অভিনব কায়দায় রাতের আঁধারে দুইটি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে বিকাশে ৬ হাজার টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। 
শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এঘটনা ঘটে। এভাবে চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ওই ব্যক্তি হলেন, সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫) । 
ভুক্তভোগী আবুল হোসেন জানান, সকালে সালামপুর বাজার সংলগ্ন রাইস মিলে দেখতে পায় দূর্বৃত্তরা মিটার চুরি করে নিয়ে গেছে। এবং মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নাম্বার '০১৯৮৯০২৪৮০৬' দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। পরে চোরের রেখে যাওয়া নাম্বারে যোগাযোগ করলে অজ্ঞাত ব্যক্তি ৬ হাজার টাকা দাবি করে, টাকা দিলে মিটার দেওয়া হবে বলে জানানো হয়।
এবিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র একাজ গুলো করছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। এবং মিটার চুরি ঠেকাতে গ্রাহকদের সতর্ক থাকার আহবান জানাচ্ছি। 
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Side banner